Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

থানার সেবা সমূহঃ
* যে কোন গুরুত্বপূর্ন ডকুমেন্ট হারানো সংক্রান্তে সাধারন ডায়রী করা হয়।* নিখোঁজ সংক্রান্ত ডায়রী করা হয়।
* যে কোন অধর্তব্য অপরাধের অভিযোগ সংক্রান্তে ডায়রী করা হয়।
*যে কোন ধর্তব্য অপরাধ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয় এবং জড়িত অপরাধীদের যথাশীঘ্র আইনের আওতায় আনা হয়।
* ধর্তব্য অপরাধ নিরোধকল্পে ফৌজদারী কার্যবিধির নিরোধ মূলক ধারায় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে তড়িৎ   সেবা প্রদান করা হয়।
* সম্পত্তি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধের জের ধরে কিংবা অন্যকোন কারনে আইন-শৃঙ্খলার অবনতির সংবাদ পাওয়া মাত্র আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনকল্পে তড়িৎ গতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়।
* পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হয় ।
* পাসপোর্ট প্রাপ্তির নিমিত্তে পুলিশ ভ্যারিফিকেশন রিপোর্ট প্রদান করা হয়।
* সাধারন জনগনের জানমালের নিরাপত্তা রক্ষায় সার্বক্ষনিক (দিবা/নৈশ) পুলিশী টহলের মাধ্যমে সেবা প্রদান করা হয়।
* আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও পত্রিকা/ ম্যাগাজিনসহ যেকোন ধরনের প্রকাশনা প্রকাশের লাইসেন্স প্রাপ্তির   নিমিত্তে পুলিশ রিপোর্ট প্রদান।
* কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, পারিবারিক নির্যাতন ও ইভটিজিংসহ সকল ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধকল্পে সেবা প্রদান করা হয়।
* যেকোন বিষয়ে আইনগত পরামর্শ প্রদান করা হয়।
* অধিক পরিমান টাকা বহন/পরিবহনকালে পুলিশ স্কটের মাধ্যমে নিরাপত্তা প্রদান করা হয়।
* নিহত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকল্পে রাষ্ট্রীয় সালামী প্রদান করা হয়।
* যানজট নিরসনে সার্বক্ষনিক ট্রাফিক সেবা প্রদান।          
        ইহাছাড়াও যেকোন মুহুর্তে চাহিদা অনুযায়ী যেকোন ধরনের পুলিশী সেবা প্রদান করা হয়।